New Update
/anm-bengali/media/media_files/ogTc49MDA1hc9ddEA9KN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর গ্রেফতার করা হয় জয়দীপ ঘোষ নামক এক প্রাক্তন ছাত্রকে। সেদিন রাতে পুলিশ ঢুকতে চাইলেও পুলিশকে বাধা দেওয়া এবং গেট আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় জয়দীপ ঘোষকে। এবার এই অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। কী ঘটেছিল ৯ আগস্ট রাতে সেই তথ্য গোপন করছেন জয়দীপ, জানিয়েছে পুলিশ। জানা গেল ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে তাঁকে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us