/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুৰ্নীতির প্রতিবাদ সহ ৭ দফা দাবিতে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিজেপির শিক্ষক সংগঠন মিছিল শুরু করেছে। বিকাশ ভবন পর্যন্ত মিছিল যাওয়ার কথা রয়েছে। তবে বিজেপির শিক্ষক সংগঠনকে আটকাতে পুলিশের তরফে করুণাময়ী মোড়ে বাধা সৃষ্টি করা হয় পূর্বেই। মিছিল যাতে বিকাশ ভবন পর্যন্ত না পৌঁছতে পারে সেই দিকে কড়া নজর দিচ্ছে পুলিশ। এবার বাধাপ্রাপ্ত হওয়ায় বিজেপির শিক্ষক সংগঠনের তরফে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে। পুলিশের বাধা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি সমর্থকরা। যার ফলে চরম উত্তেজনা তৈরি হয়েছে।