New Update
/anm-bengali/media/media_files/DhPOKl3F8aXlTslc0zSq.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে ধর্নায় বসে পড়েছে বিজেপির কর্মী-সমর্থক। যাদবপুরকে Ragging মুক্ত করার দাবিতে বিজেপি যুব মোর্চার 'যাদবপুর বাঁচাও' আন্দোলন ঘিরে ধুন্ধুমার কান্ড। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিল কিন্তু তার আগেই চার নম্বর গেটের সামনে রীতিমতো রাস্তায় বসে পড়ে অসংখ্য কর্মী-সমর্থক। পুলিশ তাদেরকে জায়গা খালি করে দিতে বললেও রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। এরই মধ্যে পুলিশকে জুতো খুলে দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে স্লোগান এবং বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হল বিজেপির কর্মী-সমর্থকদের। বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us