/anm-bengali/media/media_files/necPdqARaT7geiqCp6jX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী বলেন, ' অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং আমি অতীতে অস্ট্রেলিয়ার মন্দিরে হামলা, বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ নিয়ে আলোচনা করেছি। ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ সম্পর্ককে তাদের কর্ম বা চিন্তাভাবনার দ্বারা ক্ষতিগ্রস্ত করে এমন কোনও উপাদানকে আমরা মেনে নেব না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি ভবিষ্যতেও এই ধরণের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। '
#WATCH | PM Anthony Albanese and I have in the past discussed the issue of attack on temples in Australia and activities of separatist elements. We discussed the matter today also. We will not accept any elements that harm the friendly and warm ties between the India-Australia… pic.twitter.com/CJxdU64upC
— ANI (@ANI) May 24, 2023