New Update
/anm-bengali/media/media_files/9Vo4docNaNfzUNMXClxN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার পাঞ্জাবের চণ্ডীগড়ে শিরোমণি অকালি দলের পৃষ্ঠপোষক প্রকাশ সিং বাদলকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এদিকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মোহালির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। গত সপ্তাহেই প্রবীণ নেতা বাদল শ্বাসকষ্টে ভুগলে তাকে মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়।
#WATCH| PM Narendra Modi pays last respects to Shiromani Akali Dal patron Parkash Singh Badal in Chandigarh pic.twitter.com/Cn02etMz5Z
— ANI (@ANI) April 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us