শান্তি না প্রত্যাঘাত? আজ মোদির বৈঠকে নির্ধারিত হবে ভারতের রণনীতি, CCS বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকাল ১১টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে বসছেন। সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই হতে পারে বড় সিদ্ধান্ত, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিতে পারেন মোদি।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : আজ, বুধবার সকাল ১১টায় একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

Modi

ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)–র এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ সম্প্রতি জম্মু-কাশ্মীর এবং সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বেড়েছে। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা দফতরের শীর্ষকর্তারা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কূটনৈতিক স্তরে এই মুহূর্তে ভারতের কী অবস্থান হওয়া উচিত, তা নিয়েই আলোচনা হবে বলে অনুমান।