/anm-bengali/media/media_files/QSB697Gn6aEbwqx7RfPg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একাধিক রাজ্য সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আগামী ২৪ ও ২৫ এপ্রিল মধ্যপ্রদেশ, কেরালা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সফর করবেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ২৪ এপ্রিল মধ্যপ্রদেশের রেওয়ায় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে তিনি প্রায় ১৯,০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এছাড়া ২৫ এপ্রিল তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং ৩২০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন মূলক প্রকল্পের শিলান্যাস করবেন।'
PM Modi to visit Madhya Pradesh, Kerala, Dadra and Nagar Haveli and Daman and Diu on 24th and 25th April
— ANI (@ANI) April 21, 2023
PM will attend an event marking National Panchayati Raj Day in MP's Rewa, where he will lay the foundation stone and dedicate to the nation projects worth around Rs 19,000 cr…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us