বিরাট খবরঃ ৭১,০০০ মানুষকে চাকরি দিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ এবং রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই নিয়োগ করা হচ্ছে। সারাদেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা গ্রামীণ ডাক সেবক, ডাক পরিদর্শক, কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগ করা হবে।

author-image
SWETA MITRA
New Update
modi job.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ মঙ্গলবার রোজগার মেলা (Rozgar Mela)-র আওতায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন খোদ প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদী এই নিয়োগপ্রাপ্তদের সঙ্গেও কথা বলবেন। জানা গিয়েছে, সারা দেশে ৪৫টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ এবং রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই নিয়োগ করা হচ্ছে। সারাদেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা গ্রামীণ ডাক সেবক, ডাক পরিদর্শক, কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, সহকারী সেকশন অফিসার, নিম্ন বিভাগ ক্লার্ক, সাব-ডিভিশনাল অফিসার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, ইন্সপেক্টর, নার্সিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, ফায়ারম্যান সহ একাধিক পদে নিযুক্ত হবেন।