আবারও মুখোমুখি দুই দেশের প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে রবিবার পাপুয়া নিউ গিনিতে প্রথম সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
SWETA MITRA
New Update
pm nz.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার নিউজিল্যান্ডের মুখ্যমন্ত্রীর ক্রিস হপকিন্সের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন টুইট মারফত প্রধানমন্ত্রী টুইটে লেখেন,  'নিউজিল্যান্ডেরপ্রধানমন্ত্রীক্রিসহিপকিন্সেরসঙ্গেচমৎকারবৈঠককরেছিএবংভারত-নিউজিল্যান্ডসম্পর্কেরপূর্ণমাত্রানিয়েআলোচনাকরেছি।আমরাআমাদেরদেশগুলিরমধ্যেবাণিজ্যিকসাংস্কৃতিকসংযোগকীভাবেউন্নতকরাযায়তানিয়েকথাবলেছি। " উল্লেখ্য, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে রবিবার পাপুয়া নিউ গিনিতে প্রথম সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন (এফআইপিআইসি) শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী হিপকিন্সের সঙ্গে বৈঠক করেন।