/anm-bengali/media/media_files/i0nylmwAn1gG4cQqoVe8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার নিউজিল্যান্ডের মুখ্যমন্ত্রীর ক্রিস হপকিন্সের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন টুইট মারফত প্রধানমন্ত্রী টুইটে লেখেন, 'নিউজিল্যান্ডেরপ্রধানমন্ত্রীক্রিসহিপকিন্সেরসঙ্গেচমৎকারবৈঠককরেছিএবংভারত-নিউজিল্যান্ডসম্পর্কেরপূর্ণমাত্রানিয়েআলোচনাকরেছি।আমরাআমাদেরদেশগুলিরমধ্যেবাণিজ্যিকওসাংস্কৃতিকসংযোগকীভাবেউন্নতকরাযায়তানিয়েকথাবলেছি। " উল্লেখ্য, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে রবিবার পাপুয়া নিউ গিনিতে প্রথম সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন (এফআইপিআইসি) শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী হিপকিন্সের সঙ্গে বৈঠক করেন।
Had an excellent meeting with New Zealand PM @chrishipkins and discussed the full range of India-NZ relations. We talked about how to improve commercial and cultural linkages between our nations. pic.twitter.com/iIyHzEMS4q
— Narendra Modi (@narendramodi) May 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us