দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী

বুধবার ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আজ তিন দেশ সফর শেষে অস্ট্রেলিয়ার সিডনি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
SWETA MITRA
24 May 2023 | আপডেট করা হয়েছে 25 May 2023
দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী

 

 

নিজস্ব সংবাদদাতাঃ বিদেশ সফর সেরে অবশেষে আজ বুধবার ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আজ তিন দেশ সফর শেষে অস্ট্রেলিয়ার সিডনি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের হিরোশিমা, পাপুয়া নিউ গিনি হয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে যান। এদিকে সিডনিতে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। তাকে স্বাগত জানাতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। মানুষ মোদী-মোদী স্লোগান দিচ্ছিল। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রীতিমতো এক ঝলক পেতে মরিয়া হয়ে উঠেছিল মানুষ। 

অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান।