/anm-bengali/media/media_files/ceRWj4uBG2K1g8vwGUIn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম কর্ণাটক (Karnataka)। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে ভোটমুখী রাজ্যে বিজেপির কার্যকর্তাদের মনোবল বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, 'আগামী কয়েকদিনের মধ্যেই আমি কর্ণাটক সফর করব এবং রাজ্যের মানুষের আশীর্বাদ গ্রহণ করব। রাজ্যে যেসব নেতারা প্রচার চালিয়েছেন তাঁরা জানিয়েছেন যে কর্ণাটকের মানুষের কাছ থেকে তাঁরা অনেক স্নেহ পেয়েছেন। এটা বিজেপির প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ।'
প্রধানমন্ত্রী আরও বলেন, "বিজেপি এবং অন্যান্য দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল দৃষ্টিভঙ্গি। আমাদের বিরোধীদের এজেন্ডা হচ্ছে ক্ষমতা দখল করা। আর আমাদের এজেন্ডা হচ্ছে আগামী ২৫ বছরের মধ্যে দেশকে উন্নত করা, দারিদ্র্য মুক্ত করা এবং যুবশক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। "
বিজেপি কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকে একটি স্থিতিশীল ও সংখ্যাগরিষ্ঠ সরকারের জন্য ভোট চাইতে বলেছেন। সেইসঙ্গে জনগণকে অস্থিতিশীলতার সমস্যাগুলি বোঝাতে বলেছেন। তিনি বলেন, 'ডাবল ইঞ্জিন' সরকার উন্নয়নের গতি বাড়ায়।
২০২৩ সালের ১০ মে কর্ণাটক নির্বাচন রাজনৈতিক দলগুলির জন্য একটি বড়সড় পরীক্ষার চেয়ে কম নয়। সবচেয়ে বড় পরীক্ষা বিজেপির জন্য... কারণ দলটি দক্ষিণ ভারতে তাদের একমাত্র দুর্গ বাঁচানোর জন্য ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এদিকে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই একেবারে আত্মবিশ্বাসের সুরে বলেছেন যে, রাজ্যে ফের একবার বিজেপির শক্তিশালী ঢেউ আসতে চলেছে। বিজেপি বহু আসনে জিতবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
I will visit Karnataka in a couple of days to receive the blessings of the people of the state. BJP leaders who have campaigned in the state have said that they received a lot of affection from the people there. This shows people's confidence in BJP: PM Modi during his… pic.twitter.com/VFjznN6IF0
— ANI (@ANI) April 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us