New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/1ZLtjIXoy6YBJNWM8BkY.jpg)
নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফের কড়া মনোভাব নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আবার ক্যাবিনেট সুরক্ষা কমিটির (CCS) জরুরি বৈঠকে বসেন। এটা ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার পর দ্বিতীয় CCS বৈঠক।
/anm-bengali/media/media_files/2025/04/30/FkJO86ewgWQdMVkCYKQd.webp)
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা, সীমান্তের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের উসকানিমূলক কার্যকলাপ—সব কিছু নিয়েই বিস্তারে আলোচনা হয়েছে এই বৈঠকে। সেনা, গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য কৌশল, সীমান্ত নিরাপত্তা জোরদার করা ও সন্ত্রাস দমন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us