/anm-bengali/media/media_files/mCdLkYvB4NyHtgWLkWvZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাপুয়া নিউ গিনি সফরে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার পাপুয়া নিউ গিনির গভর্নর জেনারেল স্যার বব দাদার সঙ্গে সাক্ষাৎকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে সাক্ষাৎকার নিয়ে এবার টুইট করলেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি টুইটে লেখেন , ' নরেন্দ্র মোদী ভারত-পাপুয়া নিউ গিনি সম্পর্ক এবং দু'দেশের মধ্যে উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন স্যার বব দাদার সঙ্গে। '
"PM Narendra Modi starts off the day in Papua New Guinea with a warm conversation with Governor-General Sir Bob Dadae at the historic Government House. Underlined the significance of India-Papua New Guinea ties and development partnership between the two countries," tweets MEA… pic.twitter.com/knIKidDWSG
— ANI (@ANI) May 21, 2023