New Update
/anm-bengali/media/media_files/M7QHrh8i1UpGuESVTRk5.webp)
নিজস্ব সংবাদদাতা: বেলেঘাটায় (Beleghata) তুলকালাম কাণ্ড। ফেরার তৃণমূল নেতার (TMC Leader) অফিসেই পিস্তলের হদিশ। রাজু (Raju Naskar) নস্করের অফিস থেকে ৭ এমএম পিস্তল, গুলির খোল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ (Police)। এলাকা দখলের লড়াইয়ে তৃণমূল বনাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Chaos) এলো প্রকাশ্যে। পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। ধৃত ২২ জনকে ৬ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে (Police Custody) নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us