চীনের আগ্রাসন নিয়ে এবার সরব যুক্তরাষ্ট্র

এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে উদ্বেগ। এই উদ্বেগের মাঝে মঙ্গলবার ১৭ হাজারেরও বেশি ফিলিপাইন ও মার্কিন সেনা তাদের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

author-image
New Update
philippens

নিজস্ব সংবাদদাতা: এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের (China)আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই  চলছে উদ্বেগ। এই  উদ্বেগের মাঝে মঙ্গলবার ১৭ হাজারেরও বেশি ফিলিপাইন(Philippines) ও মার্কিন (United States) সেনা তাদের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে। প্রথমবারের মতো ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র  তিন সপ্তাহব্যাপী এই মহড়া চালাবে। তবে কি কি বিষয় নিয়ে এই মহড়ায় আলোচনা হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।