মাঝ আকাশে বিপত্তি! বিমানের দরজা খুলে ফেললেন এক  যাত্রী

শুক্রবার মাঝ আকাশে এশিয়ানা এয়ারলাইন্সের বিমানের দরজা খুলে ফেললেন এক যাত্রী । এই ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

author-image
Srijita
26 May 2023
south flight

নিজস্ব সংবাদদাতা: ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটলো বিমানে।  শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু বিমানবন্দরে অবতরণের আগে এশিয়ানা এয়ারলাইন্সের বিমানের দরজা খুললেন এক  যাত্রী। এই ঘটনায় ১২জন আহত হয়েছে বলে জানা গেছে।  পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এশিয়ানা এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২১ উড়োজাহাজে থাকা এক ব্যক্তি আচমকাই দরজা খুলে দেয়।  ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  উল্লেখ্য , এই ঘটনার সময় এশিয়ানা এয়ারলাইন্সের বিমানে মোট ১৯৪ জন যাত্রী ছিলেন।