/anm-bengali/media/media_files/pu5qKRMCYyJJpwQeSLKR.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটলো বিমানে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু বিমানবন্দরে অবতরণের আগে এশিয়ানা এয়ারলাইন্সের বিমানের দরজা খুললেন এক যাত্রী। এই ঘটনায় ১২জন আহত হয়েছে বলে জানা গেছে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এশিয়ানা এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২১ উড়োজাহাজে থাকা এক ব্যক্তি আচমকাই দরজা খুলে দেয়। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য , এই ঘটনার সময় এশিয়ানা এয়ারলাইন্সের বিমানে মোট ১৯৪ জন যাত্রী ছিলেন।
South Korea: Passenger opens door of Asiana Airlines plane before landing at Daegu airport
— ANI Digital (@ani_digital) May 26, 2023
Read @ANI Story | https://t.co/4mbgYSIxGz#SouthKorea #DaeguAirport #AsianaAirlines pic.twitter.com/dPp6FKf0Iz