SSC নিয়োগের রিপোর্ট যেত মুখ্যমন্ত্রী মমতার কাছে: পার্থ চট্টোপাধ্যায়

১ বছরের বেশি সময়ের পর এবার আদালতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কীভাবে নিয়োগ হত এসএসসিতে, সেটা স্পষ্ট করলেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
parthamam

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় দায় অস্বীকার করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার দাবি করলেন তাঁর বিরুদ্ধে গত এক বছর ধরে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি সিবিআই। যে কোনও শর্তে জামিনের আবেদন প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নাম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে উল্লেখ করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি প্রত্যেকের। দাবি করলেন, 'ক্যাবিনেট সেক্রেটারি থেকে প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে রিপোর্ট যায় মুখ্যমন্ত্রীর কাছে। একজন পলিসি তৈরি করে। একটা অংশ নিয়োগ করে। নিয়োগে মন্ত্রী হিসাবে আমার কোনও ভূমিকা নেই।আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম। বারবার দফতর বদল হয়েছে'।