পার্থর আঙুলে আংটি, কুন্তলের ঘামাচি!

বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হলে তার আঙুলের আংটির প্রতি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে ইডি। পার্থ জেলে থেকে জেল ম্যানুয়েলের বিরোধিতা করছেন বলে দাবি করা হয়। এবার এরই পাল্টা খোঁচা দিলেন কুন্তল ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
partha kuntal

পার্থ চট্টোপাধ্যায় - কুন্তল ঘোষ

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হল ধৃত কুন্তল ঘোষ, শান্তি প্রসাদ সিনহা, তাপস মণ্ডল ও নিলাদ্রি ঘোষকে। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হলে তার আঙুলের আংটির প্রতি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে ইডি। পার্থ জেলে থেকে জেল ম্যানুয়েলের বিরোধিতা করছেন বলে দাবি করা হয়। এবার এরই পাল্টা খোঁচা দিলেন কুন্তল ঘোষ। আদালতে ঢোকার সময় তিনি দাবি করেন, তার হাতে পার্থর মতো আংটি নেই, বদলে ঘামাচি রয়েছে।