পহেলগাঁওয়ে হামলার বদলা নেওয়া শুরু— ভারতীয় সেনার হাতে ধ্বংস হলো জঙ্গিদের ঘাঁটি-

কাশ্মীরে সেনা শুরু করেছে কঠোর অভিযান। পহেলগাঁও হামলার দায়ী জইশ ও লস্কর সদস্যদের বাড়ি গুঁড়িয়ে, কড়া বার্তা দিয়েছে ভারতীয় বাহিনী। জঙ্গি শিকারে মগ্ন সেনা।

author-image
Debapriya Sarkar
New Update
Pahalgam

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ হিন্দু পর্যটকের মৃত্যুর পর কড়া পদক্ষেপ নিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমেছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে কাশ্মীরের ত্রালে দু’জন জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Kashmir terrorists attacks

সূত্রের খবর, যাদের বাড়ি ভাঙা হয়েছে, তাদের মধ্যে একজন লস্কর-ই-তইবার (LeT) সদস্য আসিফ এবং অন্যজন জইশ-ই-মোহাম্মদের (JeM) সদস্য আদিল। জানা গেছে, আদিল সরাসরি পহেলগাঁও হামলার ষড়যন্ত্রে যুক্ত ছিল। এই হামলার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)।

নিরাপত্তা সূত্রে আরও জানা গেছে, এই অভিযান কেবল প্রতীকী নয়, বরং জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা। কাশ্মীরে সক্রিয় মিলিট্যান্ট সংগঠনগুলোকে ধরতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সন্দেহভাজনের ওপর নজরদারি এবং বাড়িতে তল্লাশি চলছে।

pahalgam terrorists

বিশ্লেষকদের মতে, পহেলগাঁও হামলা ছিল কাশ্মীরে শান্তি ফেরানোর প্রচেষ্টাকে ব্যাহত করার ষড়যন্ত্র। তবে ভারতীয় বাহিনী এখন আরও তৎপর এবং এই ধরনের নৃশংস ঘটনার জবাব দিতে প্রস্তুত।