ভারতের সীমান্তে ঢোকার আগেই নামানো হল পাকিস্তানের যুদ্ধবিমান, জানালেন এয়ার মার্শাল একে ভারতী

ভারতের সীমান্তে ঢোকার আগেই পাকিস্তানের একাধিক যুদ্ধবিমানকে নামিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। এয়ার মার্শাল একে ভারতী জানালেন, শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা ভারতের পাল্টা জবাবেই।

author-image
Debapriya Sarkar
New Update
Ak

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করেছিল, তবে সেগুলিকে প্রবেশের আগেই থামিয়ে দেওয়া হয়—এমনই তথ্য দিলেন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী।

Ak

তিনি স্পষ্ট ভাষায় জানান, “পাকিস্তানের যুদ্ধবিমানগুলিকে আমাদের সীমান্তে ঢুকতে দেওয়া হয়নি। আমরা কয়েকটি বিমান নামাতেও সক্ষম হয়েছি। পাকিস্তানের পক্ষেও ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেটা আমাদের জবাবেই।”

সম্প্রতি পাকিস্তান লাগাতার ড্রোন ও বিমান হামলার চেষ্টা চালালেও, ভারতীয় বায়ুসেনা কড়া নজরদারি ও প্রতিরক্ষায় তাদের বারবার ব্যর্থ করেছে। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা সূত্র। ভারতের পক্ষ থেকে বার্তা স্পষ্ট—কোনও রকম আগ্রাসন সহ্য করা হবে না। সেনা প্রস্তুত আছে, এবং প্রতিটি উসকানির জবাব দেওয়া হবে দ্বিগুণ শক্তিতে।