New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/26Q1KQAaj1AMjPWb0pzg.jpg)
নিজস্ব সংবাদদাতা : সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিতের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে সরকারি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের জলের সম্পদ দফতরের সচিব এক চিঠির মাধ্যমে ভারতের জল শক্তি মন্ত্রকের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/01/11/weIdHOlqI8aVril6RQ2Z.jpg)
ভারত-পাকিস্তান সম্পর্কের এক গুরুত্বপূর্ণ ভিত্তি এই সিন্ধু চুক্তি। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারতের তরফে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট ইসলামাবাদ। চিঠিতে পাকিস্তানের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে ‘একতরফা’ বলে উল্লেখ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
চুক্তির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us