করাচির আকাশে যুদ্ধের সুর? পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সতর্ক ভারত

পাকিস্তান ২৪-২৫ এপ্রিল করাচির উপকূলে surface-to-surface ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে। ভারতীয় গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থাগুলি বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান এক গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিতে চলেছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ২৪ ও ২৫ এপ্রিল করাচির উপকূল সংলগ্ন এলাকা, যা দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়ে, সেখানে একটি surface-to-surface মিসাইল পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে ইসলামাবাদ। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে ইতিমধ্যেই সতর্ক রয়েছে ভারত। প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রে জানা গেছে, ভারতের বিভিন্ন গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থাগুলি গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে।

publive-image

উল্লেখযোগ্যভাবে, এর আগেও এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা রক্ষা এবং প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে নয়াদিল্লি।