New Update
/anm-bengali/media/media_files/bxAJE369tZkodKBKhpMz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার জামিন পেয়ে ইসলামাবাদের আদালত ছাড়লেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গত মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করার পর থেকেই পাকিস্তান সহ বিশ্বের বহু দেশে শুরু হয়েছিল বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে ৮জন প্রাণ হারিয়েছিলো এবং আহত হয়েছিলো ৪৫০জন। উল্লেখ্য, ইমরান খানের গ্রেফতারিকে অবৈধ ঘোষণা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অবশেষে শুক্রবার স্বস্তি পেলেন ইমরান খান ।
#BREAKING Pakistan ex-PM Imran Khan leaves court after being granted bail: party pic.twitter.com/KRgAX2NNVm
— AFP News Agency (@AFP) May 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us