/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ভারতের সামরিক পরিকাঠামোকে টার্গেট করে ফের একবার পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে। ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষিতে সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ জানালেন, ৯-১০ মে রাতে পাকিস্তান একাধিক ড্রোন ও বিমান ভারতের আকাশসীমায় ঢুকিয়ে হামলার চেষ্টা করে। যদিও এই প্রচেষ্টা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বলে তিনি জানান।
/anm-bengali/media/post_attachments/41266fee-100.png)
রাজীব ঘোষ বলেন, “সীমান্তজুড়ে একযোগে আমাদের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল। তবে প্রতিরক্ষা বাহিনী সজাগ থাকায় তাদের প্রায় সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে।”এছাড়াও তিনি জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। এই লঙ্ঘন পরে ভয়াবহ গোলাবর্ষণে পরিণত হয়, যার জবাবে ভারতীয় বাহিনীও কঠোর প্রতিক্রিয়া দেখায়।
সেনার পক্ষ থেকে স্পষ্ট বার্তা, সীমান্তে আগ্রাসন বরদাস্ত করা হবে না—প্রতিটা পদক্ষেপের জবাব দেওয়া হবে দ্বিগুণ শক্তিতে।
#WATCH | Delhi: #OperationSindoor | DGMO Lieutenant General Rajiv Ghai says "...On the night of 9-10 May, they (Pakistan) flew drones and aircraft into our airspace all across the borders and made largely unsuccessful attempts to target numerous military infrastructure.… pic.twitter.com/rbn9Ze0e6I
— ANI (@ANI) May 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us