/anm-bengali/media/media_files/2025/05/03/hLbEVxN1j2dtR8qUICPt.webp)
নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় চীনকে পাশে টেনে নিল পাকিস্তান। গোপন গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ইসলামাবাদ জরুরি ভিত্তিতে ৪০টি VT-4 যুদ্ধ ট্যাংকের জন্য চীনের কাছে অর্ডার দিয়েছে।
/anm-bengali/media/media_files/OdGPZFwNmHyyXiUbwnlu.jpg)
বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় ৩৫০টি VT-4 ট্যাংক রয়েছে। কিন্তু তারা আশঙ্কা করছে, ভারতের শক্তিশালী সামরিক অস্ত্রের সামনে এই ট্যাংকগুলো টিকতে পারবে না। তাই চীন থেকে আরও নতুন ট্যাংক আনতে চাইছে তারা। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের রাষ্ট্রদূত জিয়াং ঝাডং-এর সঙ্গে বিশেষ বৈঠকও করেছেন। বৈঠকে ভারতের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার কথা তুলে ধরে সামরিক সহায়তা চেয়েছেন শরিফ।
ভারতীয় সেনার ভান্ডারে বর্তমানে ১,০০০-এরও বেশি T-90, T-72 এবং দেশীয়ভাবে তৈরি অর্জুন ট্যাংক রয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী ‘নাগ’ অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGM)। খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে আমেরিকান ‘জ্যাভলিন’ ATGM-ও।
/anm-bengali/media/media_files/i1oczQIjFTBCN1gA4XA1.jpg)
এছাড়া গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তান একের পর এক সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে কাশ্মীর সীমান্তে। পাশাপাশি আরব সাগরে নৌ মহড়াও চালাচ্ছে পাকিস্তানি নৌসেনা। সবমিলিয়ে ভারতের সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া ঠেকাতে চীনকে একপ্রকার হাতিয়ার হিসেবেই ব্যবহার করছে ইসলামাবাদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us