সহিংসতা উস্কে দিচ্ছে সোশ্যাল মিডিয়া? ৮ মে’র মধ্যে রিপোর্ট চাইল কমিটি

পাহালগাম হামলার পর কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টে দেশবিরোধী তৎপরতার অভিযোগে সংসদীয় কমিটি ৮ মে’র মধ্যে রিপোর্ট চাইল সরকারের কাছে।

author-image
Debapriya Sarkar
New Update
pahalgam

নিজস্ব সংবাদদাতা : ২২ এপ্রিল, ২০২৫-এ জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও প্ল্যাটফর্মের আচরণ নিয়ে উদ্বেগ জানিয়েছে সংসদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটি। কমিটির মতে, এদের কিছু পোস্ট ও ভিডিও দেশে বিভ্রান্তি ছড়াতে পারে এবং সহিংসতা উসকে দিতে পারে। এই প্রেক্ষিতে কমিটি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে অনুরোধ করেছে, তারা যেন আইটি আইন ২০০০ ও ২০২১ সালের ডিজিটাল মিডিয়া নিয়ম অনুসারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা নেওয়া হতে পারে, তা ৮ মে’র মধ্যে জানায়।
Pahalgam-terror-attack-Allahhu-Akbar-Baisaran-Valley-shooting-Pahalgam-attack-video-Pakistan-India-Pakistan-tensions-Indus-Waters-Treaty-suspended-Pahalgam-eyewitness-accounts-Narendra-Modi

সরকার চাইলে এই আইনের অধীনে কনটেন্ট সরানো, প্ল্যাটফর্ম ব্লক করা বা আইনি ব্যবস্থা নেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে। কমিটির বার্তা স্পষ্ট—সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন আচরণ বরদাস্ত করা হবে না।