পাকিস্তানের জন্য ভারতীয় সিমে হোয়াটসঅ্যাপ, গুয়াহাটিতে ৭ গ্রেফতার

গুয়াহাটিতে অসম পুলিশ ধ্বংস করেছে পাকিস্তানের জন্য ভারতীয় সিম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালানোর সাইবার চক্র। ৭ জন গ্রেফতার।

author-image
Debapriya Sarkar
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা : অসম পুলিশের বিশেষ অভিযান OperationGhostSIM এ পাকিস্তানের জন্য ভারতীয় সিম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালানোর কাজে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Arrest

অসমের ডিজিপি হরমিত সিং জানান, "গজরাজ মিলিটারি ইন্টেলিজেন্স থেকে তথ্য পেয়ে টেকনিক্যাল তদন্তের পর ১৪ তারিখে মামলাটি স্টিএফ-এ রেজিস্টার করা হয়। এরপর হায়দরাবাদ, রাজস্থানসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৬ তারিখ থেকে সাতজনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে একজনকে ধরা হয় গুয়াহাটি বিমানবন্দরে।"

তিনি আরও বলেন, “এই সিমগুলো শুধুমাত্র সাইবার অপরাধ নয়, দেশের বিরুদ্ধে কাজে ব্যবহার হচ্ছিল। স্পষ্ট প্রমাণ রয়েছে যে এসব নম্বর শত্রু পক্ষের হাতে পৌঁছে গেছে।”অসম পুলিশ এ ধরণের অপকর্ম বন্ধে কঠোরভাবে কাজ করছে।