নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে একে ‘নারী শক্তি’র প্রতীক বলে অভিহিত করেন। ভোপালে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান, এই অভিযানে বহু মহিলা বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
/anm-bengali/media/media_files/2025/05/31/1000214031-181403.jpg)
প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর এখন নারী শক্তির এক প্রতীক হয়ে উঠেছে। জম্মু থেকে গুজরাট সীমান্ত পর্যন্ত বহু মহিলা বিএসএফ জওয়ানরা সীমান্তের সামনের দায়িত্ব সামলেছেন। সীমান্তপারে হওয়া গুলিচালনার উপযুক্ত জবাব দিয়েছেন তাঁরা।”
তিনি আরও বলেন, বর্তমান ভারত নারীশক্তিকে সম্মান দেয় এবং প্রতিটি ক্ষেত্রে তাদের নেতৃত্বকে স্বীকৃতি জানায়। 'অপারেশন সিঁদুর' তার একটি শক্তিশালী উদাহরণ।
প্রসঙ্গত, সম্প্রতি সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মহিলা জওয়ানদের সক্রিয় ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়েছে। সরকার ও সেনা মহল থেকে তাঁদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে।
#WATCH | Bhopal, Madhya Pradesh | Prime Minister Narendra Modi says, "Operation Sindoor has also become a symbol of 'Naari Shakti'... Many women BSF soldiers were handling the front from Jammu to the Gujarat border. They gave a befitting reply to the firing from across the… pic.twitter.com/3nqfZmCOO5
— ANI (@ANI) May 31, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us