অপারেশন সিঁদুর: নারী শক্তির নতুন প্রতীক বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপালে ঘোষণা করেন যে ‘অপারেশন সিঁদুর’ এখন নারী শক্তির প্রতীক। জম্মু থেকে গুজরাট পর্যন্ত সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানদের সাহসিকতা দেশের গর্ব।

author-image
Debapriya Sarkar
New Update
PM Modi  in bhopal

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে একে ‘নারী শক্তি’র প্রতীক বলে অভিহিত করেন। ভোপালে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান, এই অভিযানে বহু মহিলা বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

publive-image

প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর এখন নারী শক্তির এক প্রতীক হয়ে উঠেছে। জম্মু থেকে গুজরাট সীমান্ত পর্যন্ত বহু মহিলা বিএসএফ জওয়ানরা সীমান্তের সামনের দায়িত্ব সামলেছেন। সীমান্তপারে হওয়া গুলিচালনার উপযুক্ত জবাব দিয়েছেন তাঁরা।”

তিনি আরও বলেন, বর্তমান ভারত নারীশক্তিকে সম্মান দেয় এবং প্রতিটি ক্ষেত্রে তাদের নেতৃত্বকে স্বীকৃতি জানায়। 'অপারেশন সিঁদুর' তার একটি শক্তিশালী উদাহরণ।

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মহিলা জওয়ানদের সক্রিয় ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়েছে। সরকার ও সেনা মহল থেকে তাঁদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে।