এক ইঞ্চিও পিছু হটবে না ভারত— পরিষ্কার বার্তা... জানুন বিস্তারিত

জঙ্গি নেটওয়ার্ক ও সন্ত্রাসের পেছনের শক্তিগুলিকে শাস্তি দিতেই চালু হল ‘অপারেশন সিন্দুর’। ভারতীয় সেনার স্পষ্ট বার্তা—এবার আর ছাড় নয়, হবে পাল্টা আঘাত।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কড়া জবাব দিতে সামরিক কৌশলে সামনে আনা হয়েছে ‘অপারেশন সিন্দুর’। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই অভিযান কোনও প্রতীকী পদক্ষেপ নয়, বরং এর পিছনে রয়েছে স্পষ্ট সামরিক উদ্দেশ্য—সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠন এবং যারা সেই পরিকাঠামো তৈরি করে দিচ্ছে, তাদের কঠোর শাস্তি দেওয়া।

v36y6

সূত্রের খবর, এই অপারেশন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত। জঙ্গি ঘাঁটি, অস্ত্র মজুত ও নেটওয়ার্ক ধ্বংস করাই এর মূল লক্ষ্য। সেনাবাহিনীর মতে, এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে কাজ চলবে না, বরং প্রয়োজনে আগ বাড়িয়ে হামলার পথে হাঁটবে ভারত।

‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, তেমনই আন্তর্জাতিক মহলকে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে—সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক ইঞ্চি পিছু হটবে না।