পাকিস্তান নয়, নিশানায় ছিল জঙ্গি ঘাঁটি—ভারতের স্পষ্ট বার্তা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন এয়ার মার্শাল। জানালেন, এই অভিযানের একমাত্র লক্ষ্য ছিল সন্ত্রাসবাদী ও তাদের পরিকাঠামো। নাগরিকদের ক্ষতি না করেই কীভাবে চালানো হয় নিখুঁত হামলা, তা জানালেন প্রতিরক্ষা কর্তারা।

author-image
Debapriya Sarkar
New Update
Operation sindoor

নিজস্ব সংবাদদাতা : ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মূল লক্ষ্য ছিল একটাই—সন্ত্রাসবাদী ও তাদের ঘাঁটি ধ্বংস করা। কোনওভাবেই সাধারণ নাগরিক বা পাক সেনা ঘাঁটি ছিল না ভারতের নিশানায়। এ কথা স্পষ্ট করে দিলেন এয়ার মার্শাল একে ভারতী।

Ak

তিনি বলেন, “আমরা শুধু সন্ত্রাসবাদীদেরই নিশানা করেছি। কিন্তু পাকিস্তান আমাদের নাগরিক ও সেনা পরিকাঠামোকে টার্গেট করেছে—এটাই সবচেয়ে বড় পার্থক্য। আর এই পদক্ষেপের জবাব তো দিতেই হবে।”

Ak

ভারতের প্রতিরক্ষা মহলের দাবি, এই অভিযানে জঙ্গি ঘাঁটিগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে চিহ্নিত করে আঘাত হানা হয়েছে, যাতে সন্ত্রাসের নেটওয়ার্কই ভেঙে পড়ে। অন্যদিকে, পাকিস্তানের পাল্টা হামলা অসামরিক এলাকাকেও আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে।