Breaking: রাষ্ট্রপতির নয়, ১০ বছর ধরে এটা মোদীর ভাষণ! ফাঁস করলেন এই সাংসদ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
sanjay rout edit.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ প্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেনএটা আর রাষ্ট্রপতির ভাষণ নয়১০ বছর ধরে এটা মোদীর ভাষণ। মোদীজি যা চাইবেনতা তাঁর ভাষণেই বেরিয়ে আসবে।” 

sanjay raoatt.jpg

তিনি আরও বলেছেন, “এটি একটি সংখ্যালঘু সরকারমোদীজি ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেনকিন্তু সেখানে তার কোনও উল্লেখ নেই। ৫০ বছর পরেও তারা জরুরি অবস্থার কথা বলছেএই দেশে ১০ বছর ধরে জরুরি অবস্থা চলছেওটা সরিয়ে দাও।”