/anm-bengali/media/media_files/cW9NgLbdlXQUe6SKm4eF.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির ওপর হামলা চালায় কুর্মিরা। এই হামলা নিয়ে এবার সরব হলেন প্রতিমন্ত্রী। বীরবাহা হাঁসদা বলেন,' শুক্রবার যা ঘটেছে তার জন্য আমরা কুর্মি উপজাতির প্রতিটি নেতার কাছ থেকে জবাব নেব এবং যদি তারা উত্তর না দেয় তবে আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস কুর্মি সম্প্রদায়ের প্রতিটি নেতার কাছে গিয়ে জবাব নেবে। আমার গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে। সেই কাঁচের কিছু টুকরো আমার উপর পড়ে যায় এবং আমি তাদের দ্বারা আহত হয়েছি। '
Jhagram, West Bengal | We will take answers from each & every leader of Kurmi tribe for what happened today, & if they do not answer, then from tomorrow Trinamool Congress will go to each & every leader of the Kurmi community & take answers… My car windshield is broken, some… https://t.co/haPHcuw0dQ pic.twitter.com/pWqximZD60
— ANI (@ANI) May 26, 2023