কুর্মি উপজাতির নেতাদের থেকে জবাব নেব: তৃণমূল মন্ত্রী

শুক্রবার কুর্মিরা বীরবাহা হাঁসদার গাড়ির ওপর হামলা চালায় । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে তৃণমূল মন্ত্রী ।

author-image
Srijita
27 May 2023
কুর্মি উপজাতির  নেতাদের থেকে জবাব নেব: তৃণমূল মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির ওপর হামলা চালায় কুর্মিরা।  এই হামলা নিয়ে এবার সরব হলেন প্রতিমন্ত্রী।  বীরবাহা হাঁসদা বলেন,'  শুক্রবার  যা ঘটেছে তার জন্য আমরা কুর্মি উপজাতির প্রতিটি নেতার কাছ থেকে জবাব নেব এবং যদি তারা উত্তর না দেয় তবে আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস কুর্মি সম্প্রদায়ের প্রতিটি নেতার কাছে গিয়ে জবাব নেবে। আমার গাড়ির  সামনের কাঁচ ভেঙে গেছে।  সেই কাঁচের কিছু টুকরো আমার উপর পড়ে যায়  এবং আমি তাদের দ্বারা আহত হয়েছি। '