‘ফার্স্ট ডে, ওর্স্ট শো’! রাহুল গান্ধীর হিন্দু বিদ্বেষ! বিস্ফোরক টুইট নাড্ডার

সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে টুইট করে বিশেষ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
nadda shjq2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইট করে বলেছেন, “ফার্স্ট ডে, ওয়ার্স্ট শো! মিথ্যা + হিন্দু বিদ্বেষ = সংসদে রাহুল গান্ধীজি।” 

india alli jp nadda.jpg

তিনি আরও বলেছেন, “থার্ড টাইম ফেইল এলওপি-র উত্তেজিত, ত্রুটিপূর্ণ যুক্তির জন্য একটি দক্ষতা রয়েছে। তাঁর আজকের ভাষণ দেখিয়ে দিয়েছে যে তিনি ২০২৪ সালের ম্যান্ডেট (টানা তৃতীয় হার) বুঝতে পারেননি, তাঁর মধ্যে কোনও নম্রতা নেই।” 

Adddd