বলিউডে শোকের ছায়া ! প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা

বুধবার প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা নীতেশ পান্ডে। তাঁর রহস্যজনক মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তদন্ত ।

author-image
Srijita
24 May 2023
বলিউডে শোকের ছায়া ! প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা

নিজস্ব সংবাদদাতাঃ  প্রয়াত হলেন 'ওম শান্তি ওমের' জনপ্রিয় অভিনেতা   নীতেশ পান্ডে।  বুধবার মহারাষ্ট্রের নাসিকের ইগাতপুরির একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া গেল অভিনেতাকে।  প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে মনে হচ্ছে। পুলিশের একটি দল ইতিমধ্যেই হোটেলে এসে উপস্থিত হয়েছে।  তাঁর মৃত্যুকে নিয়ে  শুরু হয়েছে  তদন্ত। বর্তমানে  পোস্টমর্টেমে পাঠানো হয়েছে অভিনেতার মৃত দেহ।  হোটেলকর্মী এবং অভিনেতার  ঘনিষ্ঠ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।