দাঁতালের আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যায় লালগড় গ্রামীণ হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে রেফার করেন।

author-image
Pallabi Sanyal
New Update
elephant attack

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : খোলা মাঠে ছাগল চরাতে গিয়ে দলমার দাঁতাল হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বিনপুরের বেলাটিকরি অঞ্চলের কুরকুটশোলে ঘটনাটি ঘটেছে । স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে পাঁচটি দাঁতাল জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁপিয়ে বেড়ায়। দাঁতাল হাতির মুখোমুখি হয়ে হাতির আক্রমণে মৃত্যু হল বছর ষাটের শিনাত সিং নামে এক ব্যক্তির। হাতিটি তাকে পিষে মারে। স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যায় লালগড় গ্রামীণ হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে রেফার করেন। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।