ফের মন্ত্রিসভায় রদবদল! শপথ নেবেন একঝাঁক নতুন মন্ত্রী

সূত্রের খবর, ওড়িশায় মন্ত্রিসভায় চার জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়াত মন্ত্রী নব দাসের মেয়ে এবং ঝাড়সুগুড়ার নবনির্বাচিত বিধায়ক দীপালি দাসের নামও রাজ্য রাজনীতিতে ঘোরাফেরা করছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ এবার আরও এক সরকারের মন্ত্রিসভায় রদবদল ঘটতে চলেছে। জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আগামিকাল সোমবার ওড়িশা (Odisha) মন্ত্রিসভায়রদবদলহতেচলেছে।ভুবনেশ্বরেরলোকসেবাভবনেরকনভেনশনসেন্টারেনতুনমন্ত্রীদেরশপথগ্রহণঅনুষ্ঠানঅনুষ্ঠিতহবে বলে খবর। অনুষ্ঠানটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সূত্রের খবর, ওড়িশায় মন্ত্রিসভায় চার জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়াত মন্ত্রী নব দাসের মেয়ে এবং ঝাড়সুগুড়ার নবনির্বাচিত বিধায়ক দীপালি দাসের নামও রাজ্য রাজনীতিতে ঘোরাফেরা করছে।