New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: গতকাল দত্তপুকুরে ঘটে গেছে এক ভয়ানক বিস্ফোরণ। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে আপাতত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবার এই ঘটনায় দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা সাসপেন্ড হলেন। ক্লোজ করে সাসপেন্ড করা হল তাঁকে। বেআইনি বাজি কারখানা নিয়ে নির্দেশ অমান্য করায় এই শাস্তি দেওয়া হল বলে জানা গেছে। ঘটনা ঘটার পর থেকেই প্রশাসনের মদত ছিল বলে দাবি করছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি প্রশাসন টাকা নিয়ে চুপ ছিল বলে দাবি উঠে আসে। সঞ্জয় বিশ্বাস হচ্ছেন নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us