New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: পূর্ব যাদবপুরের গ্রীন পার্ক এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত আর এন টেগোর হাসপাতালে নার্সিং- এর ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। আজ সকালে ভাড়া বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হল ছাত্রীর ঝুলন্ত দেহ। সহপাঠীদের দাবি মৃত ছাত্রী মল্লিকা দাস হাসিখুশি স্বভাবের হয়েছিলেন। সম্পর্কের টানাপোড়নের ফলে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান তাদের।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us