BREAKING: 'কালীঘাটের কাকু'-যোগ! এবার ED ধরল মার্লিন গ্রুপকে

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার তাঁর যোগ ধরেই ইডির নজরে এক সংস্থা। রইল বিস্তারিত আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
sujayk

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলার স্ক্যানারে এবার মার্লিন গ্রুপ। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর যোগে এবার নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করল ইডি। আগে সংস্থার প্রিন্স আনোয়ার শাহ রোডের অফিসে তল্লাশি চালানো হয়। কালীঘাটের কাকুর চার্জশিটে এই সংস্থার নাম উল্লেখ করেছে তদন্তকারী গোয়েন্দা সংস্থা। মার্লিন গ্রুপের অফিস থেকে বাজেয়াপ্ত করা ফোনের তথ্য সামনে রেখেও জিজ্ঞাসাবাদ করবেন আধিকারিকরা। কেন চড়া দাম সত্ত্বেও সুজয়কৃষ্ণ নিয়ন্ত্রিত সংস্থাকে বরাত দেওয়া হয়? উত্তর জানতে জেরা করছে ইডি। মার্লিন গ্রুপের নির্মাণ প্রকল্পে অ্যালুমিনিয়ামের জানলা সরবরাহ করত কালীঘাটের কাকুর সংস্থা। বাজেয়াপ্ত হয় একটি মোবাইল ফোন। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করছে ইডি, এমনটাই জানা গেছে।