মিথ্যা বললেন অমিত শাহ? ভারত সীমানা ইতিমধ্যে চিনের দখলে!

বর্তমানে অরুণাচল প্রদেশ সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চিনকে আক্রমণ করে অমিত শাহ বলেন, 'ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না।।'

author-image
SWETA MITRA
New Update
kapil sibal amit shah.jpg

অমিত শাহ ও কপিল সিব্বল

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে অরুণাচল প্রদেশ সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চিনকে আক্রমণ করে অমিত শাহ বলেন, 'ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না।।' এদিকে প্রাক্তন কংগ্রেস নেতা ও বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal) তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন। সিব্বল টুইট বার্তায় মঙ্গলবার দাবি করেন, 'চিন ভারতের সীমানা ইতিমধ্যে দখল করেছে এবং অশুভ দৃষ্টিও রেখেছে। দয়া করে দেশকে বলুন যে আপনি চিনের বিরুদ্ধে কী করছেন।'