/anm-bengali/media/media_files/zudjERpD1P4jO99lKWly.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার বিক্ষোভরত কুস্তীগিরদের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের প্রতি সমর্থন জানিয়েছেন। বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগীররা। কুস্তীগিরদের পাশে দাঁড়িয়ে কেজরিওয়াল বলেন, 'দেশকে গর্বিত করা কুস্তিগীররা গত এক সপ্তাহ ধরে যন্তর মন্তরে বিক্ষোভ করছেন। তাদের অপমান করা হয়েছে। যাঁরা মহিলাদের হয়রানি করেন, তাঁদের ফাঁসি দেওয়া উচিৎ। কেন কেন্দ্রীয় সরকার ব্রিজ ভূষণকে রক্ষা করছে? যারা দেশকে ভালোবাসে তাঁদের কুস্তীগিরদের পাশে দাঁড়ানো উচিৎ।'
Delhi CM @ArvindKejriwal पहलवानों से मिलने जंतर-मंतर पहुंचे।
— Aam Aadmi Party Delhi (@AAPDelhi) April 29, 2023
BJP के बाहुबली नेता द्वारा महिला खिलाड़ियों के यौन उत्पीड़न के ख़िलाफ़ न्याय की मांग को लेकर सभी Wrestlers 7 दिन से धरने पर बैठे हैं।#KejriwalStandsWithChampionspic.twitter.com/G3Za1u9EqH
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us