New Update
/anm-bengali/media/media_files/zoXrz2g32fEiWjRGmxRw.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর আচমকাই হামলা চালায় হামাস বাহিনী। যার পরেই যুদ্ধের ঘোষণা করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই গাজার ওপর একের পর এক হামলা চালাতে থাকে ইসরায়েল বাহিনী। তবে ইসরায়েলকে যুদ্ধ থামানোর জন্য বর্তমানে বিভিন্ন দেশের তরফ থেকে বলা হচ্ছে। এবার ফের নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "যুদ্ধে জয় না হওয়া পর্যন্ত কিছুই আমাদের থামাতে পারবে না"।
#BREAKING Israel's Netanyahu says 'nothing will stop us' until victory in Gaza war pic.twitter.com/nbTx8ExAbG
— AFP News Agency (@AFP) December 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us