'CBI-ও আমার বিরুদ্ধে কোনও প্রমাণ পাবে না', আত্মবিশ্বাসী সমীর

আরিয়ান খানের সঙ্গে যুক্ত মামলায় যেন যত সময় এগোচ্ছে ততই রহস্য বাড়ছে। জানা গিয়েছে, আরিয়ান খান মাদক মামলায় সিবিআইয়ের পদক্ষেপের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। 

author-image
SWETA MITRA
New Update
sameer.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আরিয়ান খানের সঙ্গে যুক্ত মামলায় যেন যত সময় এগোচ্ছে ততই রহস্য বাড়ছে। জানা গিয়েছে, আরিয়ানখানমাদকমামলায়সিবিআইয়েরপদক্ষেপেরবিরুদ্ধেবম্বেহাইকোর্টেরদ্বারস্থহয়েছেনএনসিবিরপ্রাক্তনজোনালডিরেক্টরসমীরওয়াংখেড়ে। এদিকে আবারও একবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। তিনি জানান, ‘এর আগেও আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই সময় মুম্বাই পুলিশ এটি নিয়ে তদন্ত করেছিল। কিন্তু আমার বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি পুলিশ। সিবিআই-এর (CBI) অভিযোগের ভিত্তিতেও কিছুই পাওয়া যাবে না।‘