জামিন শব্দটাই যেন দূরের স্বপ্ন! লন্ডনে ফের ধাক্কা খেলেন নীরব মোদী

পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীর দশমবারের মতো জামিন আবেদন খারিজ করল লন্ডনের আদালত। আদালতের মতে, এখনও রয়েছে পালানোর ঝুঁকি।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : লন্ডনের আদালত ফের খারিজ করল নীরব মোদীর জামিনের আবেদন। এটি ছিল তাঁর পরপর দশম চেষ্টা। আদালত জানিয়েছে, পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এখনই জামিন সম্ভব নয়। পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদী দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে বন্দি। ভারতের প্রত্যর্পণের দাবি নিয়ে চলছে আইনি লড়াই।

Nirab modi