New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : লন্ডনের আদালত ফের খারিজ করল নীরব মোদীর জামিনের আবেদন। এটি ছিল তাঁর পরপর দশম চেষ্টা। আদালত জানিয়েছে, পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এখনই জামিন সম্ভব নয়। পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদী দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে বন্দি। ভারতের প্রত্যর্পণের দাবি নিয়ে চলছে আইনি লড়াই।
/anm-bengali/media/media_files/2025/05/23/Kd6wymjqiKt8FHf7qX5b.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us