পরপর জঙ্গি হামলা, টেরর ফান্ডিংয়ের বিরুদ্ধে NIA-র বড় পদক্ষেপ

জম্মু ও কাশ্মীরে জঙ্গি অর্থায়ন এবং ওভারগ্রাউন্ড নেটওয়ার্কের অভিযোগে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা এনআইএ। উপত্যকায় ক্রমাগত সন্ত্রাসী হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মাঝে এনআইএর এই অভিযান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
crpf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার বিরাট সিদ্ধান্ত নিল এনআইএ (NIA)। জানা গিয়েছে, আজ পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী ষড়যন্ত্র মামলায় জম্মু ও কাশ্মীরের ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।  ইতিমধ্যে এনআইএ-র এই তল্লাশি অভিযানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান (৩), অনন্তনাগ (৪), বুদগাম (২), বারামুল্লা (১), শ্রীনগর (২), পুঞ্চ (২) এবং রাজৌরি (১) জেলার ১৫টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনআইএ। এদিন এনআইএ-র সঙ্গে ছিল সিআরপিএফ বাহিনীও।