New Update
/anm-bengali/media/media_files/kNcR9GUlpvGpKuLGAXq9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল এনআইএ। গতকাল পাইকর থানা এলাকার কুশমোড় গ্রামে বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীকে। টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদান করা হত বলে দাবি করছে এই তদন্তকারী সংস্থা। তাহলে কি বিস্ফোরক আদান-প্রদানের সেতু হয়ে উঠেছিলেন এই তৃণমূল নেতা?
টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছিলেন এই তৃণমূল নেতা, এমনটাই দাবি করছে এনআইএ। মোটা অঙ্কের টাকার ভাগ নাকি যেত বিভিন্ন জায়গায়। সেই টাকা কোথায় কোথায় যেত সেটা জানতে চায় এই সংস্থা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us