New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে হাজির এনআইএ- এর ডিজি। ডিজি দিনকর গুপ্ত এলেন কলকাতায়। জানা গেছে যে আজ কলকাতায় এনআইএ অফিসে এনআইএ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। রাজ্যে একের পর এক বিস্ফোরণ ঘটছে এবং অকালে চলে যাচ্ছে বহু প্রাণ। এই পরিস্থিতিতে তদন্তের প্রক্রিয়া দ্রুত করতেই এই বৈঠক। এই মুহূর্তে রাজ্যজুড়ে একাধিক মামলার তদন্তের ভার রয়েছে এনআইএ- এর উপর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us