New Update
/anm-bengali/media/media_files/OaEe84TwrfiEjwVSZDzv.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল আজ ভারত সফরে এসেছেন। ভারত সফরে এসে তিনি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎকারে ভারত এবং নেপালের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর নেপালের প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র সঙ্গে সাক্ষাৎ করেন। তবে , তাদের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
#WATCH | Nepal's Prime Minister Pushpa Kamal Dahal 'Prachanda' calls on President Droupadi Murmu at the Rashtrapati Bhavan in Delhi. pic.twitter.com/9ogqUoRAAm
— ANI (@ANI) June 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us