New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : NEET (UG) 2025 পরীক্ষার আগে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) জানিয়েছে, পরীক্ষার নিরাপদ ও সুষ্ঠু আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সংস্থার তরফে জানানো হয়, দেশজুড়ে প্রতিটি রাজ্য সরকারকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
/anm-bengali/media/media_files/zGVI6FgbX4vu7cbvWD0r.jpg)
এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ২০২৪ সালের NEET পরীক্ষা ঘিরে হওয়া বিতর্কের প্রেক্ষিতে। ওই বছরে প্রশ্নফাঁস, অতিরিক্ত নম্বর, ও ‘গ্রেস মার্ক’ বিতরণ নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ব্যাপক ছাত্র আন্দোলন ও আদালতের হস্তক্ষেপের পর এবার পরীক্ষার সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।এনটিএ আশ্বস্ত করেছে, পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us