NEET 2025: প্রশ্নফাঁস বিতর্কের পর বাড়ানো হয়েছে নিরাপত্তা, রাজ্যগুলোতে জারি হাই অ্যালার্ট

NEET (UG) 2025 পরীক্ষার আগে রাজ্যগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ২০২৪ সালের বিতর্কিত প্রশ্নফাঁস কাণ্ডের পর NTA পরীক্ষার নিরাপত্তা জোরদার করেছে।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : NEET (UG) 2025 পরীক্ষার আগে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) জানিয়েছে, পরীক্ষার নিরাপদ ও সুষ্ঠু আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সংস্থার তরফে জানানো হয়, দেশজুড়ে প্রতিটি রাজ্য সরকারকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।

neet

এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ২০২৪ সালের NEET পরীক্ষা ঘিরে হওয়া বিতর্কের প্রেক্ষিতে। ওই বছরে প্রশ্নফাঁস, অতিরিক্ত নম্বর, ও ‘গ্রেস মার্ক’ বিতরণ নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ব্যাপক ছাত্র আন্দোলন ও আদালতের হস্তক্ষেপের পর এবার পরীক্ষার সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।এনটিএ আশ্বস্ত করেছে, পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা হবে।