/anm-bengali/media/media_files/unjUOLOvd6gDMm5XMhaO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এনডিএ সরকারের চাপ বাড়াতে শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। একের পর এক রাজ্যে গিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেছেন নীতীশ কুমার। এদিকে আজ বৃহস্পতিবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন তিনি। এরপর এক সাংবাদিক বৈঠকে শরদ পাওয়ার (Sharad Pawar) বলেন, 'দেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে গণতন্ত্রকে বাঁচাতে হলে একজোট হয়ে কাজ করা জরুরি। দেশের অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে দেশের যে বিকল্প প্রয়োজন, তার প্রতি সমর্থন থাকবে। গতকাল কর্ণাটকে একটি নির্বাচন হয়েছিল। আমার মনে হয় সেখানকার জনগণ বিজেপিকে উৎখাত করবে এবং একটি ধর্মনিরপেক্ষ সরকার নির্বাচন করবে।' দেখুন ভিডিও...
#WATCH | After his meeting with Bihar CM Nitish Kumar, NCP chief Sharad Pawar says, "...In the wake of the situation in the country, to save democracy, it is important to work together. After looking at the condition of the country, it seems that if we work together, there will… pic.twitter.com/8pXVEFoD40
— ANI (@ANI) May 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us